Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Dibyendu Mukherji
Performer
Shaan
Performer
Shaan ,June Banerjee
Performer
Satabdi Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Priyo Chattopadhyay
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Texty
বন্ধুরা এলোমেলো,
মুঠো ভোরে নিয়ে এলো
আনকোরা সূর্যের লাল
কলেজের ঘাসে ঘাসে,
হুল্লোড় ক্যাম্পাসে
একমুঠো ছুটির সকাল।
আড্ডায় হাসি গানে,
স্বপ্নে কে ডেকে আনে
আমাদের রুজ ক্যান্টিন।
লাল-নীল ডানা মেলে,
ইচ্ছের সাইকেলে
এক ছুটে তুমিও স্বাধীন।
গুটি গুটি চাঁদের হাট,
আর পাপড়ি চাট
ক্লাস করে দেরি হয়ে যায়
চুপি চুপি বৃষ্টি পায়ে,
আর ক্লাস কামাই
বন্ধুরা গল্প পাঠায়,
আর গল্পরা বন্ধু পাতায়।
ছুঁয়ে গেলো মিঠি মিঠি,
আকাশের উড়ো চিঠি
পাখিদের রিংটোনে,
দুলে ওঠে আনমনে (x2)
ঘুম ঘুম ক্যানভাসে,
বৃষ্টি কে ভালোবেসে
পথ ভোলা আবিরের মাঠ।
গিটার এর তারে তারে,
ভেসে আসে বারে বারে
মুখ চোরা মেঘের মলাট।
আয়নায় হাসি আঁকি,
রূপকথা গায় মাখি
প্রেম লিখে চিরকুটে,
উড়িয়েছি রং রুটে। (x2)
বন্ধুরা এলোমেলো,
মুঠো ভোরে নিয়ে এলো
আনকোরা সূর্যের লাল
কলেজের ঘাসে ঘাসে,
হুল্লোড় ক্যাম্পাসে
একমুঠো ছুটির সকাল।
Written by: Jeet Gannguli, Priyo Chattopadhyay