Hudební video

আপন মানুষ চেনা বড় দায় | Apon Manush Chena Boro Daay | Baul Sukumar | Bangla Song | Baul Song 2023
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
Baul Sukumar
Baul Sukumar
Performer
COMPOSITION & LYRICS
Sk Sanu
Sk Sanu
Composer
Ah Turjo
Ah Turjo
Composer
Jashim Uddin Akash
Jashim Uddin Akash
Songwriter

Texty

আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যায় না ভুলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভুলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন সুখে থেকো ভালো থেকো করবো না বারন মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবই আমার চেনা স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন সুখে থেকো ভালো থেকো করবো না বারন মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবই আমার চেনা কারনে অকারনে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় চাইলে তারে যায় না ভুলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়
Writer(s): Jashim Uddin Akash Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out