Kredity

PERFORMING ARTISTS
Purabi Dutta
Purabi Dutta
Lead Vocals
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Music Director
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raga Music Communications Pvt Ltd
Raga Music Communications Pvt Ltd
Producer

Texty

বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
অনুরাগের সোনার রঙে হৃদয় গগন রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
পূর্ণ শশী, তুমি আসি আমার সে ঘুম ভাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
হে মায়াবী, তোমার ছোঁয়ায় সুন্দর আজ আমার তনু
তোমার মায়া রচিল মোর বাদল মেঘে ইন্দ্রধনু
তোমার টানে হে দরদি, দোল খেয়ে যায় কাঁদন নদী
তোমার টানে হে দরদি, দোল খেয়ে যায় কাঁদন নদী
কূল হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
অনুরাগের সোনার রঙে হৃদয় গগন রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
Written by: Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...