Hudební video

Kredity

PERFORMING ARTISTS
Meghdol Band
Meghdol Band
Performer
COMPOSITION & LYRICS
Meghdol Band
Meghdol Band
Composer
René Guy Cadou
René Guy Cadou
Songwriter
Shibu Kumer ShillSunil
Shibu Kumer ShillSunil
Songwriter
Gangopadhyay
Gangopadhyay
Songwriter

Texty

কুমারী, উত্তর দাও তুমি যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় প্রবল ঝোঁকে চাপ দেয় তোমার হৃদয়ে যদি কখনো দেখি রুপান্তরে তোমার অস্থিরতা তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি কুমারী, বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল কুমারী, বন্ধ চোখে ভাবো আকাশ তোমার আঁচল তোমার চোখের নদীতে বৃষ্টির যত গান নীরবতার অপর পাড়ে মুখর কলতান তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি কুমারী, উত্তর দাও তুমি যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় প্রবল ঝোঁকে চাপ দেয় তোমার হৃদয়ে যদি কখনো দেখি রুপান্তরে তোমার অস্থিরতা তবে সেই অস্থিরতায় আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি আমি তোমাকে প্রেমের আগে তোমার প্রেমকে ভালোবাসি
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out