Hudební video

Odbhut Shei Cheleti 2
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Nabízeno v

Kredity

PERFORMING ARTISTS
Aurthohin
Aurthohin
Performer
COMPOSITION & LYRICS
Saidus Sumon
Saidus Sumon
Songwriter

Texty

মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে অচেনা একটি সুর বাজে তার মনে জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে মনে একটা সুর যাবে সে সেই অরণ্যে জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা জোছনায় হারিয়ে যাওয়া আর ভালোবাসা পাড়ি দেয় সে অনেক দেশ অনেক নতুন শহর পায় না সে স্বপ্নে শোনা সুর কেটে যায় প্রহর তারপর কোনো এক শহরের প্রান্তে দেখতে সে পায় স্বপ্নে দেখা অরণ্যটাকে হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে মনে একটি ভাবনা শুনবে সে সেই সুরটাকে জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা জোছনায় হারিয়ে যাওয়া আর ভালোবাসা বনের মাঝে দেখতে পেল সে একটি ফুল নাম না জানা পাশে তার ঘুনে ধরা গিটার আর হারমোনিকা সবকিছুই কেমন যেন তার চেনা মনে হয় হঠাৎ প্রকৃতি তাকে শোনায় তুমি সেই ছেলেটি যার জন্য প্রতীক্ষা তুলে নাও তোমার এই গিটার আর হারমোনিকা জোছনায় হারানো তুমি আসলে আবার জোছনায় হেঁটে যেতে তুমি হাতে গিটার লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা, লা লা লা লা লা লা লা লা লা মনে পড়ে সেই স্মৃতি মুচকি হাসে জাতিস্সর এসেছি তোমাদের মাঝে ইচ্ছে গান শোনাবার তুলে নেই নয় সে হাতে গিটার বন্য সেই সুরে ভাঙা গিটার হারমোনিকা আবার জেগে ওঠে প্রকৃতির দুঃখ ঘুচে যায় সেই মায়াবী সুরে ছেলেটির জলভরা চোখ হঠাৎ এলোমেলো চুলে জোছনায় অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা জোছনায় অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা জোছনায় অজানা পথে চলা... অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা... ভালোবাসা জোছনায় অজানা পথে চলা... অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালোবাসা... ভালোবাসা।
Writer(s): Saidus Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out