Kredity
COMPOSITION & LYRICS
Sajid Sarker
Songwriter
Mahtim Sakib
Songwriter
Shomeshwar Oli
Songwriter
Texty
এতদিন ছিলে স্বপ্নলোকে
থেকো না দূরে আর তুমি
আমার চোখে দেখুক লোকে
কতখানি প্রিয় আমার তুমি
তোমাকে রাখি না কোনো প্রশ্নে
এই আকাশকুসুম স্বপ্নে
কত মায়ার তুমি
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
চলো চলে যাই দিকশূন্যপুর
সবুজ মাঠে বৃষ্টি টাপুর টুপুর
ভালোলাগা শুধু বেড়ে চলে এমন সেই দুপুর
যেখানে জোনাকির ঝাঁক
অচীনপথের বাঁক
ভেসে যায় জোছনায়
যেখানে তোমার পাশে আমায় মানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
তুমি ছুঁয়ে যাও ঘুম স্বপ্ননীল
আঙুলজুড়ে গল্প-কথার মিছিল
ভালোবাসা রঙে ছবি আঁকে
জীবন যে বর্ণীল
যেখানে জোনাকির ঝাঁক
অচীনপথের বাঁক
ভেসে যায় জোছনায়
দুজনে ভাসি-ডুবি একই মোহনায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
Written by: Sajid Sarker, Shomeshwar Oli

