Hudební video

Aami Shei Manushta Aar Nei(আমি সেই মানুষটা আর নেই)| Dawshom Awbotaar |Anupam|Srijit|Jio Studios|SVF
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
Anupam Roy
Anupam Roy
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Texty

তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ আমি সেই মানুষটা আর নেই মিলিয়ে যেন গেছি ঈশ্বরে চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার আমি এগিয়ে যাই এবার প্রলয়ের জলে আমি বানভাসি প্রতিশোধ অভিলাষী হয়ে বার বার ফিরে ফিরে আসি আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে আমি চিঠি হই Nemesis নামে মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত দেবতার কথা রাখে মানুষের ব্রত আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই সব কিছু শেষ হয় সময়ের তাগিদে তবু কেন মেটে না আগুনের খিদে আমি সেই মানুষটা নেই মিলিয়ে যেন গেছি ঈশ্বরে চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে ওই নক্ষত্রের ঝাঁকে প্রলয়ের জলে আমি বানভাসি প্রতিশোধ অভিলাষী হয়ে বার বার ফিরে ফিরে আসি আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে আমি চিঠি হই Nemesis নামে
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out