Kredity
PERFORMING ARTISTS
Shayan Chowdhury Arnob
Performer
COMPOSITION & LYRICS
Arnob
Composer
PRODUCTION & ENGINEERING
Shayan Chowdhury Arnob
Producer
Texty
স... সকালে বিকেলে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে, বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই, মাল নেই, ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে, মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে, মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে, ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে, লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়, অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে, শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
পুলিশের শিরে টুপি
ছোট ছোট পিস্তল
ভোর হয়ে গেলে ছাত্রসমাজ
ময়দানে ফুটবল
ক্রিকরোতে দারোয়ান
চার ওয়ান লেখা টুলে
বেন্টিঙ্ক স্ট্রিটে পেইন্টিং থাকে
স্যাঁতস্যাঁতে দেওয়াল জুড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোণে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোণে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
স... সকালে বিকেলে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে, বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই, মাল নেই, ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে, মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে, মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে, ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে, লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়, অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে, শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
কল ক্যাব নীল নীল, কুচকুচে কালো কাক
হাতের লক্ষী পায়ে পায়ে বাড়ে, দশটার পরে ট্রাক
বেড়া লেনদেন কমিটি, মিটিমিটি জ্বলে শুকতারা
এইখানে মধু এক পিস চায়ে, কড়া জিঞ্জার মারা
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোলে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোলে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
Written by: Shayan Chowdhury Arnob

