Hudební video

Hashimukh
Přehrát hudební video {trackName} od interpreta {artistName}

Kredity

PERFORMING ARTISTS
Shironamhin
Shironamhin
Performer
Tanzir Tuhin
Tanzir Tuhin
Performer
COMPOSITION & LYRICS
Ziaur Rahman Zia
Ziaur Rahman Zia
Songwriter
Laser Vision
Laser Vision
Arranger
PRODUCTION & ENGINEERING
Laser Vision
Laser Vision
Producer

Texty

সেই কবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসিমুখে ফোয়ারা? এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মতো নির্ভুল যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙে চুপচুপ যদি জাহাজের নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও, একদিন ঠিকই এনে দেবো হাসিমুখ রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর! বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া, রোদ্দুর ঝলমল দিন প্রেমিকার মুখ রক্তিম ছিল, রোদ উঠে গেছে তাই তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই রোদ্দুর, চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর! বুকের ভেতর ডানা ঝাপটায় পাখি, বেপরোয়া ভাংচুর বৃষ্টি ভেজা সুখ-দুঃখ খোলা জানালায় হাসিমুখ উড়ছে কিছু প্রজাপতি, মেঘ মনের জানালায় জানালায় ছিল রোদ্দুর মেঘ ভেসে গেল বহুদূর নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেঁড়ে পালায় তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায় তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর-
Writer(s): Ziaur Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out