Kredity
PERFORMING ARTISTS
Eleyas Hossain
Performer
Aurin
Performer
COMPOSITION & LYRICS
Ayon Chaklader
Composer
Alif Ahsan Bipu
Songwriter
Texty
পড়েছি তোমার প্রেমে অনেক আগে
বলতে গেলে সব এলোমেলো লাগে
পড়েছি তোমার প্রেমে অনেক আগে
বলতে গেলে সব এলোমেলো লাগে
একাকী প্রতি ক্ষণে ঝড় বয়ে যায় মনে
তোমাতে হয়েছি উজাড়
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
রাতগুলো ভোর হয় তোমার ভেবে
কী করে আমায় তুমি ফিরিয়ে দেবে
রাতগুলো ভোর হয় তোমার ভেবে
কী করে আমায় তুমি ফিরিয়ে দেবে
তোমাকে ছাড়া কিছু চাই না তো আমি আর
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
মেঘগুলো রোদ হয় তোমার নামে
ছড়িয়ে আছো তুমি বুকেরই বামে
ও, মেঘগুলো রোদ হয় তোমার নামে
ছড়িয়ে আছো তুমি বুকেরই বামে
তোমাকে ছাড়া কিছু চাই না তো আমি আর
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
না বলা কথাগুলো বলবো এবার
মন ছুঁয়ে দেখো তুমি শুধু আমার
Written by: Alif Ahsan Bipu, Ayon Chaklader

