Kredity

PERFORMING ARTISTS
The Platform Live
The Platform Live
Performer
Conclusion
Conclusion
Performer
COMPOSITION & LYRICS
Zakir Hossain
Zakir Hossain
Songwriter
Atif Imtiaz
Atif Imtiaz
Songwriter
Ekram Wasi
Ekram Wasi
Songwriter
Maheyan Hassan
Maheyan Hassan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Nadeem A. Salam
Producer

Texty

এই মহা শূন্যতায়
ডুবে থাকি অহংকারে
আলোর নেশায় মগ্ন
বুঝতে পারি না কি চাই
ভালো লাগে না
ডেকে ডেকে আমায় নিয়ে যাও
সারা শরীর ক্লান্ত পড়ে রয়
লাগে অসহায়
এ অবেলায় বিষণ্ণ পড়ে রই
বড় অসহায়
এ তিক্ত নিঃসঙ্গতায়
খুঁজতে থাকি তোমায় আমি
কোলাহলে স্তব্ধ
লুকাতে চাই আমায় আমি
এই মৌনতা
ভেঙেচুরে ওপারে নিয়ে যাও
ডেকে ডেকে আমায় খুঁজে নাও
ভেঙেচুরে ওপারে নিয়ে যাও
সারা শরীর ক্লান্ত পড়ে রয়
লাগে অসহায়
এ অবেলায় বিষণ্ণ পড়ে রই
বড় অসহায়
Written by: Atif Imtiaz, Ekram Wasi, Maheyan Hassan, Zakir Hossain
instagramSharePathic_arrow_out

Loading...