Kredity

PERFORMING ARTISTS
Rehaan Rasul
Rehaan Rasul
Performer
COMPOSITION & LYRICS
Rehaan Rasul
Rehaan Rasul
Songwriter

Texty

আমি তোমাকে লুকিয়ে দেখে
তোমাকে বার বার হারাই
তোমার পায়ের ছাপে হেঁটে হেঁটে
নিজের আবেগ তাড়াই
তুমি আমার লেখা উপন্যাস
শুধু শেষের পাতাটা বাদে
আমার আবেগের তৈরি কাগজের প্লেনটা
পড়েছে অন্যের ছাঁদে!
আর তাই!
আমি অতীতের কাছে ধরা খাই, হাতে নাতে
ধুর ছাই!
আমি লকডাউন আমারই প্রেমের বারান্দাতে!
দূর দূর থেকে দূরে গান ছুঁড়ে দেই
সুর সুর থেকে সুরে প্রান জুড়ে দেই
হাত আকড়ে ধরে -দাঁড়ানোর আশাতে
মত বদলে গেছে -শরীরের ভাসাতে
তুমি আমাকে ঠোঁটে ঠোঁটে
এমন আগুন দিলে
পাথর বুকে, চরম সুখে
রক্ত ঝরছে ছিলে!
আর তাই!
আমি অতীতের কাছে ধরা খাই, হাতে নাতে
ধুর ছাই!
আমি লকডাউন আমারই প্রেমের বারান্দাতে!
আর, কি হবে জেনে অভাব তোমার
কার, নেই জানা বাজে স্বভাব আমার
ঘরবন্দি আমার বিচ্ছিরী থাকাটা
যার ভাল্লাগে না, শুনে যাও কথাটা
আমার পাশে, সর্বনাশে
এমন অন্যায় থাকে,
মাতাল হাওয়া, নরম ছোঁয়া
তোমার কান্নায় ঢাকে!
আর তাই!
আমি অতীতের কাছে ধরা খাই, হাতে নাতে
ধুর ছাই!
আমি লকডাউন আমারই প্রেমের বারান্দাতে!
Written by: Rehaan Rasul
instagramSharePathic_arrow_out

Loading...