Kredity
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Texty
তুমি তো সেই যাবেই চলে
কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চলে
আমায় ব্যথা দিয়ে গেলে
জেগে রবে সেই কথা কি
সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুমবনে
চরণপাতে যা দাও দলে
সে-সব আমি দেব ঢাকি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
বেলা যাবে আঁধার হবে
একা বসে হৃদয় ভরে
আমার বেদনখানি আমি
রেখে দেবো মধুর করে
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে
চোখের জলে দুখের শোভা
নবীন করে দেব রাখি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
Written by: Rabindranath Tagore