Kredity
PERFORMING ARTISTS
ChuChu TV Bangla
Performer
ChuChu TV
Lead Vocals
COMPOSITION & LYRICS
ChuChu TV
Songwriter
PRODUCTION & ENGINEERING
ChuChu TV Studios LLP
Producer
Texty
প্যাঁক প্যাঁকে হাঁস
ছোটো ছোটো হাঁস
দুলে দুলে হেঁটে যাও
ওপরে নীচে তাকাও
কত তুমি মিষ্টি
কত তুমি ছোট্ট
আমাদের প্রিয় হাঁসু
ও আমাদের প্রিয় হাঁসু
প্যাঁক প্যাঁকে হাঁস
ছোটো ছোটো হাঁস
একই সাথে থাকো
পুকুরে সাঁতার কাটো
জলে কেমন ডুব দাও
কী সুন্দর হেঁটে যাও
আমাদের প্রিয় হাঁসু
ও আমাদের প্রিয় হাঁসু
প্যাঁক প্যাঁকে হাঁস
ছোটো ছোটো হাঁস
দুলে দুলে হেঁটে যাও
ওপরে নীচে তাকাও
কত তুমি মিষ্টি
কত তুমি ছোট্ট
আমাদের প্রিয় হাঁসু
ও আমাদের প্রিয় হাঁসু
প্যাঁক প্যাঁকে হাঁস
ছোটো ছোটো হাঁস
একই সাথে থাকো
পুকুরে সাঁতার কাটো
জলে কেমন ডুব দাও
কী সুন্দর হেঁটে যাও
আমাদের প্রিয় হাঁসু
ও আমাদের প্রিয় হাঁসু
Written by: ChuChu TV