album cover
Tomar Jonno
21.487
World
Tomar Jonno wurde am 8. Januar 2017 von Bengal Foundation Limited als Teil des Albums veröffentlichtSongs from World Tour '08
album cover
Veröffentlichungsdatum8. Januar 2017
LabelBengal Foundation Limited
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM88

Credits

PERFORMING ARTISTS
Arnob
Arnob
Lead Vocals
COMPOSITION & LYRICS
Sahana Bajpaie
Sahana Bajpaie
Songwriter
PRODUCTION & ENGINEERING
Bengal Foundation
Bengal Foundation
Producer

Songtexte

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমায় ঘিরে এত গুলো রাত
অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা
তোমায় ঘিরে এত গুলো রাত
অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
Written by: Sahana Bajpaie
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...