album cover
Doya
561
Folk
Doya wurde am 1. Januar 2004 von Ektaar Music als Teil des Albums veröffentlichtMaya
album cover
AlbumMaya
Veröffentlichungsdatum1. Januar 2004
LabelEktaar Music
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM160

Credits

PERFORMING ARTISTS
Helal
Helal
Lead Vocals
Habib
Habib
Lead Vocals
COMPOSITION & LYRICS
Habib
Habib
Composer
Ruhi Thakur
Ruhi Thakur
Songwriter
PRODUCTION & ENGINEERING
Habib Wahid
Habib Wahid
Producer

Songtexte

ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
তুমি দয়াল, আমি কাঙ্গাল
তাই তো ডাকি কর মম জুড়ে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
তুমি দয়াল, আমি কাঙ্গাল
তাই তো ডাকি কর মম জুড়ে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
দয়ার ভাণ্ডার তুমি, পতিত-পাবন
বিদ্যে বুদ্ধিহীনা আমি অভাজন
তব দয়াবলে নেও যদি কুলে
তব দয়াবলে নাও যদি কুলে
থাকিবো বিষয়-বাসনা ছেড়ে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
মায়াজুড়ে বাঁধা আছি এই যে দুনিয়ায়
কত পাপী উদ্ধার পাইলো তোমার নামের মহিমায়
আমার নাই কোন ধন, কিসে পূজিব চরণ?
আমার নাই কোন ধন, কিসে পূজিব চরণ?
পাতকীতারণ তব নাম সংসারে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
ফকিরের নাথ তুমি, দয়ার সাগর
তুমি বিনে এই ভুবনে কেউ নাই দোসর
তুমি যার সাথী, হবে তার গতি
তুমি যার সাথী, হবে তার গতি
প্রেমের মূরতি তুমি দেখা দাও মোরে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
তুমি দয়াল, আমি কাঙ্গাল
তাই তো ডাকি কর মম জুড়ে
দয়া করো আমারে
ওহে দীনবন্ধু, দয়া করো আমারে
Written by: Habib, Ruhi Thakur
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...