album cover
Behula
10.970
Pop/Rock
Behula wurde am 20. März 2021 von ME Label als Teil des Albums veröffentlichtBehula - Single
album cover
Veröffentlichungsdatum20. März 2021
LabelME Label
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM125

Credits

PERFORMING ARTISTS
Shunno
Shunno
Performer
COMPOSITION & LYRICS
Shunno
Shunno
Composer
Tanvir Chowdhury
Tanvir Chowdhury
Lyrics
PRODUCTION & ENGINEERING
Shaker Raza
Shaker Raza
Producer

Songtexte

ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
১০০ তারার মালা
তোমার আমার এই কাহিনি
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে?
তোমার কায়া বড়ো মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
Written by: Shunno, Tanvir Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...