Musikvideo

Nefertiti (Remastered)
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
COMPOSITION & LYRICS
Meghdol
Meghdol
Songwriter
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
Lyrics

Songtexte

যাচ্ছো চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় পথের এখনো কিছুটা বাকি এখনই নামবে সন্ধ্যা পৃথিবীর পুরোনো পথে Lamp post নতজানু প্রার্থনায় একা দাঁড়িয়ে থাকে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে তুমি পারো না একা চাঁদ, চাঁদের কঙ্কাল হেঁটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না খুঁজো না উদার আকাশ কিছু সূর্যগন্ধী মেঘ কিছু বিস্মরণের নদী বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি নেফারতিতি যাবেই চলে নেফারতিতি বিষন্ন চুল উড়ছে হাওয়ায় সবুজ আকাশ দূরে সরে যায় শহরে আজও বৃষ্টির ঋণ তোমার শঙ্খ শরীরে জলপদ্মরেখা এখনই যেও না অন্ধকারে আমাকে ফেলে একা
Writer(s): Meghdol, Shibu Kumer Shill Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out