Musikvideo

Ki Mayay | কি মায়ায় Full Song : Belashuru | Shreya Ghoshal | Anupam Roy | Latest Bengali Song 2022
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Shreya Ghoshal,Anupam Roy
Shreya Ghoshal,Anupam Roy
Lead Vocals
COMPOSITION & LYRICS
Shreya Ghoshal,Anupam Roy
Shreya Ghoshal,Anupam Roy
Songwriter

Songtexte

কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় বুকে ধরে রাখো, আরও কাছে থাকো বুকে ধরে রাখো, আরও কাছে থাকো ভালোবেসে ফেলেছি তোমায় ওগো পিয়া কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় সানাইয়ের সুর বাজে সানাইয়ের সুর বাজে মন নেই কোনো কাজে পান পাতা দিয়ে ঢেকে রেখেছি হৃদয় কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ স্মৃতিটুকু দিয়ে সারা জীবন সাজাবো ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ স্মৃতিটুকু দিয়ে সারা জীবন সাজাবো এমন মধুর রাতে এমন মধুর রাতে হাতখানি রাখো হাতে সাত পাকে বাঁধা পড়ে গেছি চিরকাল কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় বুকে ধরে রাখো, আরও কাছে থাকো বুকে ধরে রাখো, আরও কাছে থাকো ভালোবেসে ফেলেছি তোমায় ওগো পিয়া কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায়
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out