Songtexte

একা একেলা মন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন কিনেছে মন কেমন একা একেলা মন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন কিনেছে মন কেমন ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ আনমনা মন কেমন মনমরা মন কেমন একা একেলা মন ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ তুমি আসবে বলে ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায় তুমি হেঁটে গেলে ভেঙ্গেচুরে আমি, বসে আছি দেখ তুমি আসবে বলে মুখের আদলে কত কি যে বলে হারালে এখন আনমনা মন কেমন মনমরা মন কেমন একা একেলা মন কিছু আশা বাকি, ভালোবাসা বাকি আরও কত কি যে ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে কিছু আশা বাকি, ভালোবাসা বাকি আরও কত কি যে ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে আশেপাশে চলো, তবুও না বলো, হলো কি এমন? আনমনা মন কেমন মনমরা মন কেমন একা একেলা মন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন কিনেছে মন কেমন ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ আনমনা মন কেমন মনমরা মন কেমন একা একেলা মন
Writer(s): Prasen, Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out