Musikvideo

Tomar Moner Bhetor | Vinci Da | Noble | Rudranil | Sohini | Ritwick | Anupam | Srijit Mukherji | SVF
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Noble
Noble
Performer
Anupam Roy
Anupam Roy
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Anupam Roy
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Songtexte

তোমার মনের ভেতর যাই মুখের ভিড়ে মুখোশ পাই ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন তোমার চোখের ভেতর যাই হাত দেখিয়ে ট্রেন থামাই লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন তুমি দেখছো তাকে, ভাবছো যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন তোমার ঘরের ভেতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই চারিদিকে তার অন্ধকার চেপে ধরে তোমার বুকের ভেতর যাই খাঁচায় রাখা লালন সাই মানব জনম হবে খতম অপার হয়ে তুমি দেখছো তাকে ভাবছো যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন তোমার মাথার ভেতর যাই শুকনো পাতায় আগুন জ্বালাই জ্বলে পুড়ে যাক, মৌমাছি চাক ভাঙেনা কেনো তোমার জ্বরের খবর পাই এই অসুখের ওষুধ চাই এতোটা সময়, অচেনা ভয় ছাড়েনা যেন তুমি দেখছো তাকে, ভাবছো যাকে সে আসল মানুষ নয় সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে সে বেঁচে আছে শহরের এক কোনে সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out