Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Palak Muchhal
Palak Muchhal
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Songwriter
Prasen
Prasen
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Songtexte

কী করে বলবো তোমায় আসলে মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কী করে বলবো তোমায় কেন এ মন হাত বাড়ায় আবার হারিয়ে যে যায় তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায় তুমি চিনতে পারোনি আমাকে, হায় কী করে বলবো তোমায় আসলে মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায় তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায় তুমি আমার জিতের বাজি তুমি আমার হার কী করে বলবো তোমায় আসলে মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে যদি বলি চোরাগলি মনের যায় কোথায় আসবে কি, রাখবে কি তোমার ওঠা-পড়ায়? তুমি আমার জ্বালিয়ে নেওয়া কোনো শুকতারা কী করে বলবো তোমায় আসলে মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায় তুমি চিনতে পারোনি আমাকে, হায় কী করে বলবো তোমায় আসলে মন কী যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
Writer(s): Prasen, Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out