Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Songtexte
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি
ভোর না হতে জাগাই তাদের
ঘুমায় যারা সারা রাতি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি...
আমরা ডাকি পাখির গলায়
আমরা নাচি বকুলতলায়
আমরা ডাকি পাখির গলায়
আমরা নাচি বকুলতলায়
মন ভোলাবার মন্ত্র জানি
মন ভোলাবার মন্ত্র জানি
হাওয়াতে ফাঁদ আমরা পাতি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি
ভোর না হতে জাগাই তাদের
ঘুমায় যারা সারা রাতি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি...
মরণকে তো মানি নে রে
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে
লুঠ-করা ধন নিই যে কেড়ে
মরণকে তো মানি নে রে
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে
লুঠ-করা ধন নিই যে কেড়ে
আমরা তোমার মনোচোরা
ছাড়ব না গো তোমায় মোরা
আমরা তোমার মনোচোরা
ছাড়ব না গো তোমায় মোরা
চলেছ কোন আঁধারপানে
চলেছ কোন আঁধারপানে
সেথাও জ্বলে মোদের বাতি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি
ভোর না হতে জাগাই তাদের
ঘুমায় যারা সারা রাতি
আমরা খুঁজি খেলার সাথি
আমরা খুঁজি খেলার সাথি
Written by: Rabindranath Tagore