album cover
System
2
Pop
System wurde am 6. Oktober 2022 von AL Tamim Records als Teil des Albums veröffentlichtSystem - Single
album cover
Veröffentlichungsdatum6. Oktober 2022
LabelAL Tamim Records
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM123

Musikvideo

Musikvideo

Credits

COMPOSITION & LYRICS
AL Tamim
AL Tamim
Songwriter

Songtexte

ভালো হতে চাও? আগে নষ্ট হয়ে যাও
নারী ছাড়া তোমার কোনো শত্রু নেই
সিস্টেম আমি হইয়া গেছি, সিস্টেম আমি হইয়া গেছি
সিস্টেম আমায় কইরা দিসো ! সিস্টেম আমায় ভইরা দিসো!
এক কালে ভালোবাসিতাম আমি রোজ
আজ ভালোবাইসা খাইয়া গেছি প্রেমেরই ডোজ
হায়রে ! প্রেমেরই ডোজ আমি খাইয়া গেছি ছেঁকা খাইয়া বেঁকা হইয়া আমার দিনটা কাটে
প্রেমের কথা কইও না রে ! প্রেমের কথা কইও না রে !
আমার ডর করে ভাইয়া আমার ডর করে হালায়
মাইয়া দেখলে জুতা খুলে হাতে লইয়া আমার মাথায় পাগলা ঘোড়া উইড়া উইড়া ঘুইড়া ঘুইড়া ঘুইড়া উঠে
আমি কি যে প্যারায় পরি! আমি কিছু বুঝি না রে!
মক্কেল পাইছে আমারে সে উড়াই দিসে আসমানেতে
আসমানেতে বেলুন হইয়া উইড়া গেসি সেন্টমার্টিনে সাজেকে সেন্টমার্টিনে
দেইখা লন বাইছা লন
জীবন কথা কমু কারে? সেন্টমার্টিন to কক্সবাজার হইয়া আমি
উইড়া গেছি বঙ্গপোসাগরে তার ঢেউয়ে ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়ে খেইলা গেছি, সিস্টেম আমি হইয়া গেছি সিস্টেম আমি হইয়া গেছি কত জনের প্রেমে পরছি হায়!
আমায় ছাড়া বাঁচবেনা বলেও কতো জন বেঁচে আছে হায়রে!
কত Ex এর ট্যাবলেট ক্যাপসুল মামা বলে ডাকে হায়রে!
সিস্টেম আমি হইয়া গেছি, সিস্টেম আমি হইয়া গেছি
সিস্টেম আমি হইয়া গেছি, সিস্টেম আমি হইয়া গেছি
সিস্টেম আমি হইয়া গেছি, সিস্টেম আমি হইয়া গেছি
Just freind, just freind, facebook freind এই!
1 2 3
দিসো আমায় সিস্টেম কইরা, দিসো সিস্টেম কইরা
দিসো আমায় সিস্টেম কইরা, দিসো সিস্টেম কইরা
দিসো আমায় সিস্টেম কইরা, দিসো সিস্টেম কইরা
দিসো আমায় ভইরা দিসো, ভইরা দিসো হো* মারা ভইরা দিসো!
আমার ভিতরে কিছু নাই আমায় মলম দে রে ভাই আমার ভিতরে কিছু নাই
মলম দে রে ভাই আমার ভালা পোলার দাম নাই
মলম দে রে ভাই আমার ভিতরে ক্ষত ভাই
ভালা পোলার দাম নাই
একটা যাইবো একটা আইবো
1234 সিস্টেম কইরা দিছে আমায় সিস্টেম কইরা দিছো আমায়
সিস্টেম কইরা দিছো তুমি সিস্টেম কইরা দিছো আমায় হায়!
Written by: AL Tamim
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...