album cover
Tomake
2.850
Rock
Tomake wurde am 14. April 2009 von Loyy Records als Teil des Albums veröffentlichtPothchola
album cover
Veröffentlichungsdatum14. April 2009
LabelLoyy Records
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM100

Credits

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Warfaze
Warfaze
Songwriter
Sheikh Monirul Alam
Sheikh Monirul Alam
Composer

Songtexte

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়া ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পোড়াই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
Written by: Sheikh Monirul Alam, Warfaze
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...