Credits

PERFORMING ARTISTS
Nish
Nish
Performer
COMPOSITION & LYRICS
Syed Nishat Monsur
Syed Nishat Monsur
Composer
TAHZEEB NURUL MOMEN BADHON
TAHZEEB NURUL MOMEN BADHON
Lyrics

Songtexte

লাগছে দিন একা
নাই তোমার আওয়াজ
বাজছে তোমার কথা কানে
অনেক কল্পনায়
We were worlds apart
Felt you from afar
Even when you’re far away
You’re closest to my heart
আমার মনেরই আশা
তোমায় দেখিবো আবার
নিয়ে গেলে আমার প্রাণ
ডাকে তোমায় বারে বার
আমার পরিকল্পনা
তোমাকে যে ছাড়বোনা
খুলে দেখো মন আমার
পাবে শুধু তোমার নাম
তুমি দূরে দূরে দূরে গেলে
সময় ধীরে ধীরে ধীরে চলে
তোমার আভায়
আমার দিন টা জ্বলে
কেন নাই ?
তোমায় চাই
Frozen in the time,
When you and I were one,
You became my reason to
Be strong and carry on
আরে একলা ঘুরে ভাল্লাগেনা
তুমি যে কোথায়
তোমায় খুঁজে পাওয়া এত কঠিন
আগে বুঝি নাই
যদি হত এমন হায়!
তুমি আমি আর কেউ নাই
দুজনে তাই ভেসে যাই
কোনো স্বপ্নের দুনিয়ায়
তুমি থাকলে এখানে
যত দুঃখ যাই ভুলে
প্রতিদিন চাই তোমাকে
জুড়ে আছো অন্তরে
তুমি দূরে দূরে দূরে গেলে
সময় ধীরে ধীরে ধীরে চলে
তোমার আভায়
আমার দিন টা জ্বলে
কেন নাই ?
তোমায় চাই
Written by: Syed Nishat Monsur, TAHZEEB NURUL MOMEN BADHON
instagramSharePathic_arrow_out

Loading...