album cover
BOKHATE
8.981
Asia
BOKHATE wurde am 27. Dezember 2023 von Echo Entertainment Pvt. Ltd. als Teil des Albums veröffentlichtBOKHATE - Single
album cover
Veröffentlichungsdatum27. Dezember 2023
LabelEcho Entertainment Pvt. Ltd.
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM160

Credits

PERFORMING ARTISTS
Rocking Guys
Rocking Guys
Performer
Sajib Rana
Sajib Rana
Performer
Salma
Salma
Performer
COMPOSITION & LYRICS
Rocking Guys
Rocking Guys
Songwriter
Ahmmed Humayun
Ahmmed Humayun
Composer
Swaraj Deb
Swaraj Deb
Lyrics

Songtexte

মন আকাশে বৃষ্টি আসে, রোদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয় আঁধার কলোর খুনসুটি
ঝড়ের বেশে এলোকেশে
কাজল সে চোখ দুটি
দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি
তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি
হাজার বারণ আর অকারণ
তবু সে দ্বারেই আসি
চলনা সুজন, মিলে দু'জন
নীল ঐ আকাশে ভাসি
দেখুক লোকে এ দু'চোখে
তোর ঐ দু'চোখের হাসি
চলনা সুজন, হারাই দু'জন
বিনা দোষেই হোক ফাসি
দেখুক লোকে অবাক চোখে
কতটা ভালোবাসি
চোরাবালির পিছুটানে
বুঝি না এই ভাষার মানে
অশান্ত মন কি উচাটন খোদা জানে
ঘরের কাজে সকাল সাঁঝে
জিওমিতির ভাজে ভাজে
কিসের ছায়া, এ কোন মায়া বুঝি না যে
ধীরে ধীরে চেনা ভিড়ে
অচেনা বাড়াবাড়ি
অবুঝ এ মন, কি জ্বালাতন
এ কেমন আহাজারি
চলনা সুজন, মিলে দু'জন
আরেকটুকু ভুল করি
দেখুক লোকে এ দু'চোখে
ছায়া যে শুধু তোরই
চলনা সুজন, মিলে দু'জন
অচেনা শহর গড়ি
সেই শহরে আপন করে
বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি
বাদাম খোসায়, ভালোবাসায়
নিয়ন আলোয় কাছে আসায়
স্মৃতির খাতায়, চোখের পাতায় কিসের ফাঁকি?
আপন কথার গোপন ব্যথায়
বন্দী খাঁচার বিষন্নতায়
কিসের জ্বালা বিষের মালায় বোঝ নাকি?
গোপন করে আপন তোরে
বুকের পাঁজরে রাখি
ঘুমের বড়ি দিয়ে আড়ি
হৃদয় বাড়িতে থাকি
চলনা সুজন করি কূজন
সুখ পাখি হয়ে ডাকি
দেখুক লোকে কেমন তোকে
প্রেমে জড়িয়ে রাখি
চলনা সুজন পালাই দু'জন
ওদেরকে দিয়ে ফাঁকি
কোনও সমান্তরাল পথের বাঁকে
বাসা বানিয়ে থাকি
Written by: Rocking Guys
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...