album cover
Ekjone
4.061
Pop
Ekjone wurde am 17. Februar 2008 von HW Production als Teil des Albums veröffentlichtBolchi Tomake
album cover
Veröffentlichungsdatum17. Februar 2008
LabelHW Production
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM95

Credits

PERFORMING ARTISTS
Habib Wahid
Habib Wahid
Performer
COMPOSITION & LYRICS
Habib Wahid
Habib Wahid
Composer
Susmita Biswas Sathi
Susmita Biswas Sathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Habib Wahid
Habib Wahid
Producer

Songtexte

তূ-রুত্তু... রু-রুত্তু...
তূ-রুত্তু... রু-রুত্তু...
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই
সে আছে অনেক দূরে তবু
অনেক কাছে বলে মনে হয়
তার মনের প্রেম নিয়ে গল্প লিখি
পায় রূপকথার পরিচয়
তার মত শোভন এই দুনিয়ায়
কেউ নেই আর
গোপনে প্রেম দিয়ে চলে যায় আঁড়ালে
সে প্রেমের কারিগর
তূ-রুত্তু... রু-রুত্তু...
তূ-রুত্তু... রু-রুত্তু...
মনের বাগানে শত শত ফুল
তাকে দেব বলে ভাবি
একজোড়া কপোতকে ডেকে বলি
"তোরা কি ফুল দিতে যাবি?"
সে গোপনে ভালবেসে যায়
আঁড়ালে নিজেকে রাখতে চায়
তার প্রেমকে রেখে দিই
প্রিয় গানের সুরের ব্যঞ্জনায়
আমিও আঁড়ালে থাকি
এ মনের আবেগ সহচর
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই
তিনটি গোলাপ লাল হলুদ সাদা
এনে তাকে দিতে চাই
একবার আসুক সে সামনে আমার
প্রাণ ভরে দেখতে চাই
তার জন্যেই তো সব রাখা
সে কথা জানে আমার বিধাতা
ফুল, পাখিকে তার গল্প বলি
সে আমার অবিনাশী কবিতা
মনে পড়লেই তাকে
ওঠে আবেগী ঝড়, নিরন্তর
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই
তূ-রুত্তু... রু-রুত্তু...
তূ-রুত্তু... রু-রুত্তু...
Written by: Habib Wahid, Susmita Biswas Sathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...