album cover
Nodi
19.048
World
Nodi wurde am 1. Januar 2010 von Shireen Jawad als Teil des Albums veröffentlichtMathwali
album cover
Veröffentlichungsdatum1. Januar 2010
LabelShireen Jawad
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM80

Credits

PERFORMING ARTISTS
Shireen Jawad
Shireen Jawad
Lead Vocals
Fuad Almuqtadir
Fuad Almuqtadir
Lead Vocals
COMPOSITION & LYRICS
Fuad Almuqtadir
Fuad Almuqtadir
Songwriter
PRODUCTION & ENGINEERING
Fuad Almuqtadir
Fuad Almuqtadir
Producer

Songtexte

ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো
বন্ধু আমার একা নিরাশায়
ঝোড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝরো
দু'চোখের অশ্রু ধারায়
ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো
বন্ধু আমার একা নিরাশায়
ঝোড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝরো
দু'চোখের অশ্রু ধারায়
নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
সারারাত জেগে থাকি তোমারই আশায়
স্বপ্নজুড়ে ডাকি তোমায় প্রেমেরই নেশায়
সারারাত জেগে থাকি তোমারই আশায়
স্বপ্নজুড়ে ডাকি তোমায় প্রেমেরই নেশায়
নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
জোনাকির আলো আজ লাগে না ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আন্ধার কালো
জোনাকির আলো আজ লাগে না ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আন্ধার কালো
নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি...
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে
Written by: Fuad Almuqtadir
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...