album cover
Juari
1.135
New Wave
Juari wurde am 1. Januar 2009 von Sangeeta Complex als Teil des Albums veröffentlichtPagla Haoa
album cover
Veröffentlichungsdatum1. Januar 2009
LabelSangeeta Complex
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM106

Credits

PERFORMING ARTISTS
James
James
Performer
COMPOSITION & LYRICS
Shawkat
Shawkat
Songwriter

Songtexte

আমি তোমার প্রেম জুয়াতে হলাম জুয়াড়ি
হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে হাত বাড়ালে, নারী
ও-ও, দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
এখন আমার স্বপ্নগুলো বন্দী সারাদিন
ও, ভালোবাসায় ঘুন ধরেছে
মন যে বড় উদাসীন
ও-ও, দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
আমি তোমার প্রেম জুয়াতে হলাম জুয়াড়ি
হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে হাত বাড়ালে, নারী
দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে, নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে, নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
Written by: Shawkat
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...