Μουσικό βίντεο

Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
Aarti Mukherji
Aarti Mukherji
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Ghosh
Nachiketa Ghosh
Composer

Στίχοι

এক বৈশাখে দেখা হল দু'জনার জ্যৈষ্ঠি তে হল পরিচয় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়-কি হয়, কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো দু'জনার তখনই তো হল দেখা যেই না নয়ন কিছু চেয়েছে জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে জানিনা তো কি যে হবে এরপরে কিছু পেলে এ হৃদয় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়-কি হয়, কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো দু'জনার জ্যৈষ্ঠি তে হল পরিচয় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়-কি হয়, কি জানি কি হয় প্রথমে চমক ছিল, তারপরে ভালোলাগা এসেছে ডুবে গেছে সেই মন, যে মন খুশির স্রোতে ভেসেছে জানিনা তো কি যে হবে, সবকিছু হয়ে গেলে তন্ময় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়-কি হয়, কি জানি কি হয় এক বৈশাখে দেখা হল দু'জনার জ্যৈষ্ঠি তে হল পরিচয় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়-কি হয়, কি জানি কি হয়
Writer(s): Nachiketa Ghosh, Pulak Banerjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out