Στίχοι
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান
মোদের খাটো করে রাখে নি কেউ কোনো অসত্যে
মোদের খাটো করে রাখে নি কেউ কোনো অসত্যে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা


![Παρακολούθηση Amra Sabai Raja [Full Song] Easho He Baishakh- Rabithakurer Nacher Gaan Vol.2 στο YouTube Παρακολούθηση Amra Sabai Raja [Full Song] Easho He Baishakh- Rabithakurer Nacher Gaan Vol.2 στο YouTube](https://i.ytimg.com/vi/TB_6HmDDq4Y/sddefault.jpg)