Συντελεστές
Στίχοι
আমার যদি বেলা যায় গো
যায় গো বয়ে
যদি বেলা
জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে
যদি বেলা
পথের ধারে আসন পাতি
তোমায় দেবার মালা গাঁথি
জেনো জেনো
তাইতে আছি মগন হয়ে
যদি বেলা
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে
আমার চলা এমনি করে
আপন হাতে সাজি ভরে
জেনো জেনো
আপন মনে গোপন রয়ে
যদি বেলা যায় গো
যায় গো বয়ে
যদি বেলা
জেনো জেনো
আমার মন রয়েছে তোমায় লয়ে
যদি বেলা