Συντελεστές
Στίχοι
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়
কেন মন কেন এমন করে
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়
যেন সহসা কী কথা মনে পড়ে
মনে পড়ে না গো তবু মনে পড়ে
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়
চারি দিকে সব মধুর নীরব
চারি দিকে সব মধুর নীরব
কেন আমারি পরান কেঁদে মরে
কেন মন কেন এমন কেন রে
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়
যেন কাহার বচন দিয়েছে বেদন
কাহার বচন দিয়েছে বেদন
যেন কে ফিরে গিয়েছে অনাদরে
যেন কে ফিরে গিয়েছে অনাদরে
বাজে তারি অযতন প্রাণের 'পরে
বাজে তারি অযতন প্রাণের 'পরে
যেন সহসা কী কথা মনে পড়ে
মনে পড়ে না গো তবু মনে পড়ে
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়
কেন মন কেন এমন করে
কেন নয়ন আপনি ভেসে যায় জলে
নয়ন আপনি ভেসে যায়

