Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
S.D. Burman
Performer
COMPOSITION & LYRICS
Gauri Prasanna Mazumder
Songwriter
Στίχοι
খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে
খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে
অলখে রহিয়া কানু, ফুল বেণু সাধে-
আহা বিনোদিনী কাঁদে
সুরভি ঝরানো মালা
দিলো প্রাণে এ কী, এ কী জ্বালা
যার লাগি হারাল, হারাল কূল
কী দিয়ে গো বাঁধে, তারে কী দিয়ে গো বাঁধে
আহা, বিরহিণী কাঁদে, কাঁদে শ্রীরাধিকা কাঁদে
অঙ্গের লাবণি, লাবণি হল নয়নের জল
প্রেমের যমুনা কূল হয়েছে কি ছল?
তায় হয়েছে কি ছল?
সে যে শুধু ফুলবাণে পরান বিঁধিতে জানে
বিষভরা ফুলবাণে এ কি জ্বালা দিল প্রাণে
কলঙ্কিনী, তবু কলঙ্কিনী
কলঙ্কিনী, কলঙ্কিনী হল যে নাম কী বা অপরাধে
আহা, বিনোদিনী কাঁদে, কাঁদে বিরহিণী কাঁদে
কাঁদে মরমী যে কাঁদে, কাঁদে শ্রীমতী যে কাঁদে
Written by: Gauri Prasanna Mazumder, S.D. Burman


