Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Selim Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Kazi Faroque Babul
Songwriter
Στίχοι
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
সুখের ফলটা কি গাছে ধরে?
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
সোনার খাঁচা থাকলে তো আর যায় না পাখি ধরা
ভরা নদীর বুকেও আবার ওঠে দারুণ খরা
সোনার খাঁচা থাকলে তো আর যায় না পাখি ধরা
ভরা নদীর বুকেও আবার ওঠে দারুণ খরা
মরার আগে, ও ভোলা মন
মরার আগে, ও ভোলা মন, গেলি রে তুই মরে
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
আশার তরী ভাসলে তো আর যায় না পাওয়া কূল
মরা গাছের ডালেও আবার ফোটে রঙিন ফুল
আশার তরী ভাসলে তো আর যায় না পাওয়া কূল
মরা গাছের ডালেও আবার ফোটে রঙিন ফুল
এ যে বিধির লীলাখেলা
এ যে বিধির লীলাখেলা, বোঝাই কেমন করে
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
সুখের ফলটা কি গাছে ধরে?
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
ভাগ্যটা তোর দুঃখে গড়া, সুখ পাবি কী করে?
Written by: Kazi Faroque Babul


