Συντελεστές
PERFORMING ARTISTS
Dr. Anjali Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Md. Shahnenewaj
Composer
Kazi Nazrul Islam
Songwriter
Στίχοι
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলে
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
যেমন পা ফেলেছ গিরিমাটির রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসে না চোখে
ঘুম আসে না চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তাল পুকুরে যেতে না'রি
একি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে
আমার কলঙ্কিনী নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি
Written by: Kazi Nazrul Islam

