Συντελεστές

Στίχοι

ঠাস-ঠাস, দ্রুম-দ্রাম, শুনে লাগে খটকা
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা
শাঁই-শাঁই, পন-পন, ভয়ে কান বন্ধ
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ
হুড়মুড়, ধুপধাপ, ও কি শুনি ভাই রে
দেখছ না হিম পড়ে, যেও নাকো বাইরে
চুপ চুপ, ঐ শোন, ঝুপ-ঝাপ, ঝপাস
চাঁদ বুঝি ডুবে গেল, গব-গব, গবাস
খ্যাঁশ খ্যাঁশ, ঘ্যাঁচ ঘ্যাঁচ, রাত কাটে ঐ রে
দুড়দাড় চুরমার ঘুম ভাঙে কই রে
ঘড়ঘড়, ভনভন, ঘোরে কত চিন্তা
কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা
ঠুংঠাং, ঢংঢং, কত ব্যথা বাজে রে
ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে
হৈ হৈ, মার মার, "বাপ বাপ" চিৎকার
মালকোঁচা মারে বুঝি? সরে পড় এইবার
Written by: Prodip Ghosh
instagramSharePathic_arrow_out

Loading...