Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Mrinal Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Shyamlal Gupta Prashad
Songwriter
Στίχοι
কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না
কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না
ও কাজল-কালো চোখে ব্যথা ঢেউ তুলবে না গো
কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না
কথা দাও ভুলবে না
আজ হাসিটুকু সোহাগে থাক জড়ানো
শরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো
আজ হাসিটুকু সোহাগে থাক জড়ানো
শরম রাগে রাঙা এ মায়া থাক ভরানো
ভালোবেসে দেওয়া এ মালা ভুলেও খুলবো না
ভালোবেসে দেওয়া এ মালা ভুলেও খুলবো না
ও কাজল-কালো চোখে ব্যথা ঢেউ তুলবো না গো
কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না
কথা দাও ভুলবে না
এ ফাগুন হারায় যদি, তুমি তো থাকবে
হৃদয়ের আরও কাছে চুপিচুপি ডাকবে
এ ফাগুন হারায় যদি, তুমি তো থাকবে
হৃদয়ের আরও কাছে চুপিচুপি ডাকবে
এই গান ঘিরে মাধুরী থাক জড়ানো
মরমে তারই ছোঁয়া আবেশে থাক ভরানো
দোলা দিলে মনে, সে দোলা ছাড়া তো দুলবো না
দোলা দিলে মনে, সে দোলা ছাড়া তো দুলবো না
ও কাজল-কালো চোখে ব্যথা ঢেউ তুলবো না গো
কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলবো না
কথা দাও ভুলবো না
Written by: Mrinal Chakraborty, Shyamal Gupta, Shyamlal Gupta Prashad