Συντελεστές
PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Στίχοι
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে
বায়ু করে হাহাকার
দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে
খোলো খোলো খোলো দ্বার
প্রখর তপনতাপে...
বাহির হয়েছি কবে কার আহ্বান রবে
এখনই মলিন হবে প্রভাতের ফুলহার
খোলো খোলো খোলো দ্বার
প্রখর তপনতাপে...
বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা
জানি না কে আছে কিনা, সারা তো না পাই তার
আজই সারাদিন ধরে প্রানে সুর ওঠে ভরে
একেলা কেমন করে বহিব গানের ভার
খোলো খোলো খোলো দ্বার
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে
বায়ু করে হাহাকার
দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে
খোলো খোলো খোলো দ্বার
প্রখর তপনতাপে...
Written by: Rabindranath Tagore