Στίχοι

কত স্বপ্ন দেখাইলি তুই, দিলি কত আশা অবশেষে ভাঙ্গলি হৃদয়, করলি নিরাশা কত স্বপ্ন দেখাইলি তুই, দিলি কত আশা অবশেষে ভাঙ্গলি হৃদয়, করলি নিরাশা আমার সাথে করলি, রূপা, বড়োই অবিচার "তোকে ছাড়া বাঁচবো না" ছিল তোর মিথ্যাচার "আমি তোরে ভালোবাসি" বলবো না আর কত স্বপ্ন দেখাইলি তুই, দিলি কত আশা অবশেষে ভাঙ্গলি হৃদয়, করলি নিরাশা এইতো সেদিন হাত রেখে হাত বলেছিলি ভুলবি না আমায় ছেড়ে পর মানুষের সাথে রে তুই চলবি না ও, এইতো সেদিন হাত রেখে হাত বলেছিলি ভুলবি না আমায় ছেড়ে পর মানুষের সাথে রে তুই চলবি না রাখলি না তোর দেয়া কথা রাখলি না তোর দেয়া কথা, খুললি না রে মনের দ্বার "তোকে ছাড়া বাঁচবো না" ছিল তোর মিথ্যাচার "আমি তোরে ভালোবাসি" বলবো না আর কত স্বপ্ন দেখাইলি তুই, দিলি কত আশা অবশেষে ভাঙ্গলি হৃদয়, করলি নিরাশা একটু সুখের খোঁজে আমি হইলাম পথের পাগল আজও আমি চিনলাম না রে কে বা আসল নকল ও, একটু সুখের খোঁজে আমি হইলাম পথের পাগল আজও আমি চিনলাম না রে কে বা আসল নকল রাখলি না তোর দেয়া কথা রাখলি না তোর দেয়া কথা, খুললি না রে মনের দ্বার "তোকে ছাড়া বাঁচবো না" ছিল তোর মিথ্যাচার "তোরে আমি ভালোবাসি" বলবো না আর কত স্বপ্ন দেখাইলি তুই, দিলি কত আশা অবশেষে ভাঙ্গলি হৃদয়, করলি নিরাশা
Writer(s): Emon Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out