Συντελεστές
PERFORMING ARTISTS
Supratik Das
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Στίχοι
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে
সব গগন উদবেলিয়া মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে
তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা
চমকি কম্পিছে চেতনাধারা
দুলিছে দিনকর চন্দ্র তারা
চমকি কম্পিছে চেতনাধারা
আকুল চঞ্চল নাচে সংসার
আকুল চঞ্চল নাচে সংসার
কুহরে হৃদয়বিহঙ্গ
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে
সব গগন উদবেলিয়া মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে
বিপুল তরঙ্গ রে
Written by: Rabindranath Tagore

