Μουσικό βίντεο

Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
Minar Rahman
Minar Rahman
Performer
COMPOSITION & LYRICS
Minar Rahman
Minar Rahman
Composer
Rezwan Sheikh
Rezwan Sheikh
Composer
Snahashish Ghosh
Snahashish Ghosh
Songwriter

Στίχοι

এখন আমার ভালো থাকা আমার উপর নেই এখন আমার আমি বাঁচে ঘিরে তোমাকেই এখন আমার ভালো থাকা আমার উপর নেই এখন আমার আমি বাঁচে ঘিরে তোমাকেই আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় এখন আমার ভালো থাকা আমার উপর নেই এখন আমার আমি বাঁচে ঘিরে তোমাকেই আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় হঠাৎ করেই এলে তুমি আমার মনের পৃথিবীতে আমায় ভাসিয়ে দিলে অবুঝ কবি সারিতে আমি লিখে যাই, লিখে গাই গল্প কবিতার গান তুমি হয়েছো, রয়েছো সব কিছুরই প্রান আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় এখন আমার ভালো থাকা আমার উপর নেই এখন আমার আমি বাঁচে ঘিরে তোমাকেই আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায় আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায় আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায়
Writer(s): Minar Rahman, Rezwan Sheikh, Rr, Snahashish Ghosh, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out