Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Agnibha Bandyopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Composer
Στίχοι
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
সব যে হয়ে গেল কালো
নিবে গেল দীপের আলো
সব যে হয়ে গেল কালো
নিবে গেল দীপের আলো
আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি
অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি
সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি
সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি
ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
Written by: Rabindra Nath Tagore


