Συντελεστές
PERFORMING ARTISTS
Lata Mangeshkar
Lead Vocals
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Composer
Στίχοι
ও মোর ময়না গো
ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
হায়রে হায়রে বুঝি তা জানো নি?
ময়না গো।
ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
ঝর ঝর ঝর দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
দাও রে দাও রে মেলে পাখনা
ময়না গো
ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো।
Written by: Salil Chowdhury

