Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Sasha Ghoshal
Sasha Ghoshal
Lead Vocals
COMPOSITION & LYRICS
Swagatalakshmi Dasgupta
Swagatalakshmi Dasgupta
Songwriter
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Gopa Roy
Producer

Στίχοι

আমরা নূতন যৌবনেরই দূত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা বেড়া ভাঙি
আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি
আমরা বেড়া ভাঙি
আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি
ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই
আমরা বিদ্যুৎ
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা করি ভুল
অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল
আমরা করি ভুল
আমরা করি ভুল
অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল
আমরা করি ভুল
যেখানে ডাক পড়ে, জীবন-মরণ ঝড়ে
যেখানে ডাক পড়ে, জীবন-মরণ ঝড়ে
আমরা প্রস্তুত
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা নূতন যৌবনেরই দূত
আমরা নূতন যৌবনেরই দূত
Written by: Rabindranath Tagore, Swagatalakshmi Dasgupta
instagramSharePathic_arrow_out

Loading...