Μουσικό βίντεο

Bhalobeshe Kono Bhool | Bindaas | Dev | Srabanti | Sayantika | Arindom | Shalmali Kholgade | SVF
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
Arindom , Shalmali Kholgade
Arindom , Shalmali Kholgade
Performer
COMPOSITION & LYRICS
Arindom , Shalmali Kholgade
Arindom , Shalmali Kholgade
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Στίχοι

অগোছালো দিন-রাত বলে যায় হাতে রাখা তোর হাত বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি অগোছালো দিন-রাত বলে যায় হাতে রাখা তোর হাত বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি শোন আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে এই মন তোর নামেতে জমাক স্বপ্নে পাওয়া তারাদের এভাবেই দিন-রাত ঢলে যাক মন আমার বার বার বলে যাক ভালোবেসে কোনো ভুল করিনি আমি ভালোবেসে কোনো ভুল করিনি আমি নরম নরম ইচ্ছে গুলো নাম না জানা পাহাড় ছুঁলো আসলি যখন আষাঢ় হয়ে তুই প্রথম কদিন কাটার পরেই এসব উথাল পাথাল শুরু আয় না তোকে আদর করে ছুঁই শোন আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে এই মন তোর আঁচলে জমাক স্বপ্নে পাওয়া তারাদের আকাশ কুসুম ভাবিস না আর সব দিয়েছি তোকেই আমার চাউনিতে তোর পাগল হয়ে যাই মনের ভিতর নদীর জলে রঙ্গিন রঙ্গিন নৌকো চলে চল না এবার হঠাৎ বয়ে যাই শোন আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে এই মন তোর নামেতে জমাক স্বপ্নে পাওয়া তারাদের এভাবেই দিন রাত ঢলে যাক মন আমার বার বার বলে যাক ভালোবেসে কোনো ভুল করিনি আমি ভালোবেসে কোনো ভুল করিনি আমি
Writer(s): Prasen, Arindom Chatterjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out