Συντελεστές
PERFORMING ARTISTS
Bickram Ghosh
Performer
Iman Chakraborty
Performer
Shovon Ganguly
Performer
COMPOSITION & LYRICS
Bickram Ghosh
Composer
Sugata Guha
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Στίχοι
দেখ পলাশ পলাশ মন
ঐ ডাকছে পাহাড় বন
আঁধার ঘরে রাজার মানিক খুঁজবে যে কোন জন?
দেখ পলাশ পলাশ মন
ঐ ডাকছে পাহাড় বন
আঁধার ঘরে রাজার মানিক খুঁজবে যে কোন জন?
একুম নাচে, ঢেকুম নাচে
কোন ময়ূরীর পেখুম নাচে?
মনের মানুষ কোন আড়ালে কোথায় পাবি আজ?
ঢঢম ঢম
ঢম সবে ঢম
ঢম ঢমা ঢম ঢঢম ঢম
বাজলো মাদল, নাচ!
মন মজিয়ে নাচ
বুকের ভেতর উঠলো যে বোল ধিতাং ধিতাং রে
এ-হো-এ-হো
হো-হো-হো এ-হো
হো-হো-হো হো-হো-হো-হো-হো-হো-হো-হো
হো-হো-হো-হো-হো হো
হো-হো-হো হো-হো-হো-হো-হো-হো-হো-হো
হো-হো-হো-হো-হো হো
রঙের মেলায় কোন সে খেলায় অরূপ রতন সেই?
খুঁজ খুঁজ তুই, খুঁজলে পাবি লুকিয়ে আছে যে
এ ধন আছে রাজার যেমন, তেমন আছে তোর
পাহাড় কেটে উড়বে পাখি, মিলবে কুহার দৌড়
তোর এ হাল, বাঁধ কষে পাল, সামাল সামাল সাজ!
এ খেলায় আঁধার আলোয় জিতবে যেজন আজ
ঢঢম ঢম
ঢম সবে ঢম
ঢম ঢমা ঢম ঢঢম ঢম
বাজলো মাদল, নাচ!
মন মজিয়ে নাচ
বুকের ভেতর উঠলো যে বোল ধিতাং ধিতাং রে
একুম নাচে, ঢেকুম নাচে
কোন ময়ূরীর পেখুম নাচে?
মনের মানুষ কোন আড়ালে কোথায় পাবি আজ?
এ-হো-এ-হো
হো-হো-হো এ-হো
হো-হো-হো হো-হো-হো-হো-হো-হো-হো-হো
হো-হো-হো-হো-হো হো
এ-হো-এ-হো
হো-হো-হো এ-হো
হো-হো-হো হো-হো-হো-হো-হো-হো-হো-হো
হো-হো-হো-হো-হো হো
এ-হো-এ-হো
হো-হো-হো এ-হো
হো-হো-হো হো-হো-হো-হো-হো-হো-হো-হো
হো-হো-হো-হো-হো হো
Written by: Bickram Ghosh, Sugata Guha