Μουσικό βίντεο

AFTERMATH l MATIR ROUD (OFFICIAL MUSIC VIDEO)
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Aftermath
Aftermath
Performer
COMPOSITION & LYRICS
Aftermath
Aftermath
Composer
Navid Iftekhar Chowdhury
Navid Iftekhar Chowdhury
Songwriter

Στίχοι

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে আজ মিশে যাই অহংকারের আঁধারে জাগে অসহায় একাকী নীল শীতের কামড়ে জাগে নদী নিকষ কালো ছবি অবাক পৃথিবী মিছে যেন সবি সময়ের চাকা মাটির রোদে আঁকা আমার বেঁচে থাকা অসীম বিস্ময় মাখা ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে কে যেন নিটোল পায়ে দাড়িয়ে এ কেমন অস্থিরতারই ধ্বনি নিয়ে আমরা বেঁচে থাকি ক্রোধে নিয়তির কাঁধে অসীমের মাঝে হারানো কোন সাঁজে সময়ের চাকা মাটির রোদে আঁকা আমার বেঁচে থাকা অসীম বিস্ময় চেনা সুখ হারিয়ে যায় যত দুঃখ খোঁজে আমায় ঝরনার স্রোতেরই পর কেন ওঠে কালো ঝড় গোধূলীর আলোয় হেঁটে চলি আমি স্বপ্ন ফেরী করি তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে ভিড়েছে আমার স্বপ্নতরী গোধূলীর আলোয় হেঁটে চলি আমি স্বপ্ন ফেরী করি তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে, আবার জেগে ওঠে নদী নিকষ কালো ছবি অবাক পৃথিবী মিছে যেন সবি সময়ের চাকা মাটির রোদে আঁকা আমার বেঁচে থাকা অসীম বিস্ময় জেগে ওঠে নদী নিকষ কালো ছবি অবাক পৃথিবী মিছে যেন সবি সময়ের চাকা মাটির রোদে আঁকা আমার বেঁচে থাকা অসীম বিস্ময়
Writer(s): Aftermath Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out