Στίχοι

জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার? বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে বুকে চেপে ব্যথার পাহাড় জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না ভাব-দরিয়ার অথই জলে ঝাঁপ দিয়েছি তুই আছিস বলে আমি, জান রে, সাঁতার জানি না এখন আমি স্রোতের টানে চেয়ে আছি তোর মুখের পানে জলে ফেলে হাতটা ছাড়িস না জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না মন-জমিনে, রাতবিরাতে পথ চলেছি তোর মনের সাথে আমি, জান রে, দিক যে চিনি না এখন আমি মরুর বুকে যাস না চলে তুই আমায় রেখে বুকে টেনে কি নিতে পারিস না? জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার? বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে বুকে চেপে ব্যথার পাহাড় জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না জান রে, এমন করে আমায় মারিস না জান রে, তুই এত নিঠুর হতে পারিস না
Writer(s): Shohag Oajiullah Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out